উত্তরাখণ্ড দুর্যোগে নিখোঁজ বাংলার পাঁচ, উদ্বেগে পরিবার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/02/2021   শেষ আপডেট: 09/02/2021 11:17 a.m.
উত্তরাখণ্ডের ধসের ছবি ছবি সংগৃহীত

এখনো সন্ধান মেলেনি ২০২ জনের

ভয়াবহ উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয়ের ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি ২০২ জনের যার মধ্যে রয়েছেন বাংলার পাঁচ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একই পরিবারের দুই ছেলে লালু ও বুলু জানা কাজ করতে গিয়েছিলেন উত্তরাখণ্ডের তপোবনের জলবিদ্যুৎ প্রকল্পে যারা আপাতত নিখোঁজ এবং ওই অঞ্চলেই হড়পা বানের প্রভাবে ব্যপক ক্ষতি হয়েছে। মহিষাদলেরই আরেক বাসিন্দা সুদীপ গুড়িয়াও কাজ করতেন ওই জলবিদ্যুৎ প্রকল্পে। নিখোঁজ তিনিও। অন্যদিকে পুরুলিয়ার আড়শ থানার বাগান্ডি গ্রামের দুই যুবক অশ্বিনী ও শুভঙ্কর তন্তুবায়েরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পেশায় ঠিকাদার লালু ও বুলু দু-বছর আগে ঋষিগঙ্গা প্রকল্পে কাজ শুরু করেন আর তাদেরই সুত্র মারফত সুদীপও যান ওই কাজে। লালু বুলুর বাবা জানান সকালেই শেষবার যোগাযোগ হয়েছিল এবং ওরাও পাওয়ার প্রোজেক্টের ভেতরেই কর্মরত ছিলেন। সুদীপের বাড়ি ফেরার কথা ছিল বারো তারিখ, আগের রাতেই কথা হয়েছিল দাদা বৌদির সাথে। শুভঙ্করের বাবা দিন সাতেক আগে কথা বলেছেন ছেলের সাথে, এখন আর যোগাযোগ করতে পারছেন না। অন্যদিকে অশ্বিনীর দাদা বলেন যে ঠিকাদারের মারফৎ ওরা গিয়েছিল, তিনিও কিছু বলতে পারছেন না। স্বভাবতই চিন্তায় ঘুম উড়েছে পরিবারগুলির।