কৃষকরা পুলিশকে ঠকিয়েছে, কেউ ছাড়া পাবেনা হুংকার দিল্লি পুলিশের
২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ
কৃষক আন্দোলনে কৃষকরা পুলিশকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছেন। গণতন্ত্র দিবসের ট্রাক্টর মিছিলে এসে যারা গোলমাল করেছিলেন তাদের কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব। গত ২ জানুয়ারি দিল্লি পুলিশকে জানানো হয় আগামী প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লি তে একটি ট্রাকটার মিছিল হতে চলেছে। শ্রীবাস্তব জানিয়েছেন, ওই মিছিলের পরে দফায় দফায় কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। মোট ৫ বার এ নিয়ে কথা বলা হয় এবং তাদের ২৬ জানুয়ারির এই মিছিল বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। তারা না মানলে তাদেরকে কুন্ডিল মানেশ্বর পালওয়াল এক্সপ্রেসওয়েতে মিছিল করার অনুমতি দেওয়া হয়। কিন্তু , দিল্লিতে মিছিল করার সিদ্ধান্তে অনড় থাকে কৃষকরা। শেষ পর্যন্ত পিছু হটে পুলিশ তাদেরকে শিংঘু, টিকরি, এবং গাজীপুর সীমান্তে মিছিল করার অনুমতি দেয়।
তবে, এদিন দিল্লির পুলিশ কমিশনার জানান, কৃষকদের জানানো হয়েছিল মিছিল করতে হবে রাত ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।প্রতি মিছিলে তাদের নেতারা যেন নেতৃত্ব দেন এটা তাদের খেয়াল রাখতে হবে। মিছিলের ট্রাক্টর এর সংখ্যা কিন্তু ৫,০০০ এর বেশি কখনোই হওয়া যাবে না। তবে এই নিয়ে কৃষকরা লিখিত প্রতিশ্রুতি জমা দিয়েছেন। কিন্তু মিছিলের দিন দেখা গেল, কিছু বিচ্ছিন্নতাবাদী লোক মিছিলের সামনে চলে আসেন। এছাড়াও কৃষকনেতা দর্শন পাল সিং পুলিশের নির্দিষ্ট পথে মিছিল নিয়ে যেতে বাধা দেন। তারপর দফায় দফায় কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ইতিমধ্যেই আহত হয়েছেন ৫৯৪ জন পুলিশ। জানা গিয়েছে বহু সম্পত্তি নষ্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত কৃষক নিয়ে তাদের সবাইকে তারা জেরা করবেন। ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৫০ জন আটক আছেন। ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।