এপ্রিল ফুল নয়, আজ থেকেই এক ধাক্কায় ২৫০ টাকা বাড়ল গ্যাসের দাম
আজ থেকেই বাড়ল গ্যাসের দাম, দেখে নিন নতুন গ্যাসের মূল্য
না, এপ্রিল ফুল নয়! আজ থেকেই ২৫০ টাকা বাড়ছে গ্যাসের দাম। তবে তা প্রযোজ্য ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) ক্ষেত্রে। ১ এপ্রিল শুক্রবার থেকেই আরও মহার্ঘ গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে রেস্তোরাঁ, (Restaurant) হোটেল কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও গভীর প্রভাব পড়তে চলেছে।
আজ থেকেই গোটা দেশে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের নতুন মূল্য প্রতি সিলিন্ডার ২,২৫৩ টাকা। তবে বিভিন্ন রাজ্য কিংবা মেট্রোপলিটন শহর ভিত্তিক দামের ফারাক তো আছেই। কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের মূল্য ২,৩৫১ টাকা। মুম্বইয়ে ২,২০৫ টাকা এবং চেন্নাইয়ে ২,৪০৬ টাকা। বাণিজ্যিক গ্যাসের এই বিপুল দাম বৃদ্ধির ফলে খাবারের জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, গত ২২ মার্চ আচমকাই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পায়। তবে তা যে আগে থেকেই প্রত্যাশিত ছিলই, বলাই বাহুল্য। কেবল পাঁচ রাজ্যে নির্বাচনের কারণে এই দাম বৃদ্ধি আটকে ছিল। বিরোধীদের কটাক্ষ ভোট মিটতেই কেন্দ্রের সরকারের আসল রূপ বেরিয়ে আসছে। ১৪.২ কেজির গ্যাস বিকোচ্ছে ৯৪৯.৫০ টাকায়। তবে কোন কোন জায়গায় সেই দাম ১০০০ টাকা ছাড়িয়েছে। গ্যাসের বিপুল দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন আমজনতা। এবার থেকে হোটেল কিংবা রেস্তোরাঁয় খেতে গেলে নতুন করে ভাবতে হবে সাধারণ মানুষকে।