দিল্লির বিক্ষোভে মানবধিকার লঙ্ঘনের অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
রাজনৈতিক নেতাদের প্ররোচনাতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার অভিযোগ
ফেব্রুয়ারিতে দিল্লির হিংসা সম্পূর্ণভাবে রাজনৈতিক মতাদর্শ থেকে করা বলে দাবি করলেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের শেষ থেকেই নতুন নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল ছিল দেশ। সিএএ – এনআরসি বিল নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল দেশজুড়ে। আর সেই প্রতিবাদের মধ্যেই দাঙ্গায় জড়িয়ে পড়ে দিল্লির একটা অংশ। প্রধানত উত্তর পূর্ব দিল্লিতে হওয়া এই হিংসার ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণ যায়, যার মধ্যে অধিকাংশই মুসলমান। আহত হন প্রায় ৫০০ র বেশি মানুষ। বাড়ি ঘর গাড়ি মিলিয়ে সম্পত্তির ক্ষতিও হয় প্রচুর।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এই বিক্ষোভের সময় ভীষণভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়। আর সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া দরকার। তাঁদের বক্তব্য, বিক্ষোকারীদের অহেতুক বন্দী এবং বন্দী অবস্থায় তাঁদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। এই মানবাধিকার সংস্থা আরও বলেছে, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ওই পরিস্থিতিতে কিছু উত্তেজক মন্তব্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্ররোচনা পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলেন। তাঁদের অভিযোগের তীর বিজেপি নেতা কপিল মিশ্র-র দিকে। ২৩ ফেব্রুয়ারি কপিল বলেন, পুলিশ যেন তিনদিনের মধ্যে দাঙ্গা থামানোর জন্য যাবতীয় পদক্ষেপ নেয়। আর তার পরেই বিক্ষোভকারীদের উপর অমানবিক অত্যাচার শুরু হয় বলে দাবি এই মানবাধিকার সংস্থার।